চতুর্থ অধ্যায় এ কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশের উত্তর ঃ
১. Website Publishing কী?
১. Website Publishing কী?
উত্তরঃ কোনো ওয়েব পেইজকে ইন্টারনেটের মাধ্যমে
বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়াকে ওয়েব পাবলিশিং বলে।
২. HTML এর <head>…
</head> tag এ যে সকল tag থাকতে পারে
তার ১ টি উল্লেখ কর।
উত্তরঃ HTML এর <head> ট্যাগে Tilte, keyword, Description ইত্যাদি
থাকে । এটি ওয়েব সাইটে hide করা থাকে।
৩. হাইপার লিংক কি?
উত্তরঃ একটি ওয়েবপেজের কোনো একটি অংশের সাথে বা কোনো
পেজের সাথে অন্যান্য পেজের সংযোগ স্থাপন করাকেই হারপারলিং বলে।
৪. ওয়েব সাইট পাবলিশিং করার মাধ্যমে ব্যবসাকে আরো
যুগোপযোগী করা সম্ভাব- এর কারণ ব্যাখ্যা কর।
উত্তরঃ সাইট পাবলিশিং করার মাধ্যমে ব্যবসাকে আরো
যুগোপযোগী করা সম্ভাব। এর কারণ হলো-
ক)
বিশ্বের যেকোন জায়গা থেকে ওয়েব সাইট দেখা যায়।
খ) তথ্য
জনগনের কাছে সহজে পাঠানো যায়
গ)
প্রতিষ্ঠানের প্রচার বৃদ্ধি পায়
ঘ)
মুহুর্তের মধ্যে প্রতিষ্ঠানের তথ্য জানা যায়।
৫. ওয়েব পেজ কি?
উত্তরঃ HTML নামক মার্কআপ ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে তৈরিকৃত ডকুমেন্টগুলোকে
ওয়েব পেইজ বলে।