চতুর্থ অধ্যায় (সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর)

১. Website Publishing কী?
উত্তরঃ কোনো ওয়েব পেইজকে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়াকে ওয়েব পাবলিশিং বলে।
২. HTML এর <head>… </head> tag এ যে সকল tag থাকতে পারে তার ১ টি উল্লেখ কর
উত্তরঃ  HTML এর <head> ট্যাগে Tilte, keyword, Description ইত্যাদি থাকে । এটি ওয়েব সাইটে hide করা থাকে।

৩. হাইপার লিংক কি?
উত্তরঃ একটি ওয়েবপেজের কোনো একটি অংশের সাথে বা কোনো পেজের সাথে অন্যান্য পেজের সংযোগ স্থাপন করাকেই হারপারলিং বলে।

৪. ওয়েব সাইট পাবলিশিং করার মাধ্যমে ব্যবসাকে আরো যুগোপযোগী করা সম্ভাব- এর কারণ ব্যাখ্যা কর।
উত্তরঃ সাইট পাবলিশিং করার মাধ্যমে ব্যবসাকে আরো যুগোপযোগী করা সম্ভাব। এর কারণ হলো-
          ক) বিশ্বের যেকোন জায়গা থেকে ওয়েব সাইট দেখা যায়।
          খ) তথ্য জনগনের কাছে সহজে পাঠানো যায়
          গ) প্রতিষ্ঠানের প্রচার বৃদ্ধি পায়
          ঘ) মুহুর্তের মধ্যে প্রতিষ্ঠানের তথ্য জানা যায়।

৫. ওয়েব পেজ কি?


উত্তরঃ HTML নামক মার্কআপ ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে তৈরিকৃত ডকুমেন্টগুলোকে ওয়েব পেইজ বলে।
৬. HTML কী?
উত্তরঃ HTML এর পূর্নরুপ Hyper Text Markub Language ওয়েব পেইজ তৈরিতে একটি সাধারণ এবং সবচেয়ে বহুল ব্যবহ্রত ল্যাংগুয়েজ হচ্ছে HTML 
৭. ওয়েবসাইটের সুবিধাসমূহ লেখ।
উত্তরঃ

৮. হোস্টিং কী?
উত্তরঃ ইন্টারনেটে ওয়েবের ফাইলগুলোকে কোন সার্ভারে রাখাকে হোস্টিং বলে।



০৯. ডোমাইন নেইম কি? বা ডোমাইন নেম (Domain Name) কেন ব্যবহার করা হয়? ব্যাখ্যা কর।
উত্তরঃ আইপি অ্যাড্রেস্কে সহজে ব্যবহার করা জন্য ইংরেজি অক্ষরের কোনো একটি নাম ব্যভার করা হয়। ক্যারেক্টার ফর্মে দেওয়া কম্পিউটারে এইরূপ নামই ডোমাইন নেইম।
প্রত্যেকটি ডোমাইন নেমকে DNS এর মাধ্যমে রেজিস্টার্ড বা নিবন্ধিত করতে হয়, যা একটি স্বতন্ত্র বা ইউনিক আইপি অ্যাড্রেস সংবলিত ডোমাইন নেম চিহ্নিত করে। অর্থ্যৎ ওয়েবসাইটে স্বতন্ত্র ঠিকানা তৈরি করার জন্য ডোমাইন ব্যবহার করা হয়।

১০. <img = “bird.jpg”> লাইন্টি ব্যাখ্যা কর।
উত্তরঃ ওয়েবে কোনো চিত্র বা ইমেজ ব্যবহের করতে হলে src(source) অ্যাট্রিবিউট ব্যবহের করতে হয়। উদ্দীপকে ইমেজ এর সিনট্যাক্স হলো-  <img = “bird.jpg”>  যেখানে bird পিকচারটি প্রদর্শিত হবে।  কোনো ইমেজ নির্ধারণ করার জন্য প্রয়োজনীয় সিনট্যাক্স হল-  <img = “url”>


Ads Inside Post

সহযোগীতায়

EduPoinBd


MandSiT