৬. HTML কী?
উত্তরঃ HTML এর পূর্নরুপ Hyper Text Markub Language । ওয়েব পেইজ তৈরিতে একটি সাধারণ এবং সবচেয়ে বহুল ব্যবহ্রত ল্যাংগুয়েজ হচ্ছে HTML।
৭. ওয়েবসাইটের সুবিধাসমূহ লেখ।
উত্তরঃ
৮. হোস্টিং কী?
উত্তরঃ ইন্টারনেটে ওয়েবের ফাইলগুলোকে কোন সার্ভারে রাখাকে হোস্টিং বলে।
০৯. ডোমাইন নেইম কি? বা ডোমাইন নেম (Domain Name) কেন ব্যবহার করা হয়? ব্যাখ্যা কর।
উত্তরঃ আইপি অ্যাড্রেস্কে সহজে ব্যবহার করা জন্য ইংরেজি অক্ষরের কোনো একটি নাম ব্যভার করা হয়। ক্যারেক্টার ফর্মে দেওয়া কম্পিউটারে এইরূপ নামই ডোমাইন নেইম।
প্রত্যেকটি ডোমাইন নেমকে DNS এর মাধ্যমে রেজিস্টার্ড বা নিবন্ধিত করতে হয়, যা একটি স্বতন্ত্র বা ইউনিক আইপি অ্যাড্রেস সংবলিত ডোমাইন নেম চিহ্নিত করে। অর্থ্যৎ ওয়েবসাইটে স্বতন্ত্র ঠিকানা তৈরি করার জন্য ডোমাইন ব্যবহার করা হয়।
১০. <img = “bird.jpg”> লাইন্টি ব্যাখ্যা কর।
উত্তরঃ ওয়েবে কোনো চিত্র বা ইমেজ ব্যবহের করতে হলে src(source) অ্যাট্রিবিউট ব্যবহের করতে হয়। উদ্দীপকে ইমেজ এর সিনট্যাক্স হলো- <img = “bird.jpg”> যেখানে bird পিকচারটি প্রদর্শিত হবে। কোনো ইমেজ নির্ধারণ করার জন্য প্রয়োজনীয় সিনট্যাক্স হল- <img = “url”>