Thursday, December 22, 2016
html কোডিং এ যা যা লাগবে এবং nodepad ব্যবহার না করে notepad++
সহজে html কোডিং করার জন্য আমার nodepad না ব্যবহার করে notepad++ ব্যবহার করা।
html পেইজ তৈরী করতে যা যা লাগে , এই ভিডিওতে দেখানো হয়েছে।1. computer
2. editor
3. Browser
4. modem/internet connection না হলে html পেইজ তৈরী করে যাবে।
তাহলে ভিডিও টি দেখা যাক।
Thursday, December 15, 2016
Saturday, November 5, 2016
Thursday, October 13, 2016
Wednesday, October 5, 2016
তৃতীয় অধ্যায়(সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর)
তৃতীয় অধ্যায়(সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর)
১. Adder কি?
উত্তরঃ যে সমবায় বর্তনীর সাহায্যে যোগের কাজ করা হয় তাকে অ্যাডার বলে?
২. সংখ্যা পদ্ধতি ভিত্তি কি?
উত্তরঃ কোনো সংখ্যা পদ্ধতিতে যে কয়টি মৌলিক চিহ্ন ব্যবহত হয় তার মোট সংখ্যাকে ঐ সংখ্যা পদ্ধতির ভিত্তি বলে।
** ডিজিট বা অঙ্ক কী?
কোন সংখ্যা পদ্ধতি লিখে প্রকাশ করার জন্য যে সমস্ত মৌলিক বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে ডিজিট বা অঙ্ক বলে।
** বিট কি?
বাইনারী সংখ্যা পদ্ধতির ০ এবং ১ এই দুই মৌলিক অংক্কে বিট বলে। Binary Digit শব্দটির সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিট(Bit)।
৩. ‘পৃথিবীর সব ভাষাকে কম্পিউটারে স্থান দেওয়ার জন্য বিশেষ কোড সৃষ্টি করা হয়েছে”- ব্যাখ্যা কর।
উত্তরঃ পৃথিবীর সব ভাষাকে কম্পিউটারে স্থান দেওয়ার জন্য বিশেষ কোড হিসেবে ইউনিকোড সৃষ্টি করা হয়েছে। কম্পিউটারের সাহায্যে কোনো তথ্যকে লিখিত আকাতে প্রকাশের জন্য ব্যবহত বিভিন্ন এনকোডিং পদ্ধতির মধ্যে ইউনিকোডকে আর্দশ হিসেবে বিবেচনা করা হয়। ইউনিকোড হচ্ছে ১৬ বিট কোড। এ কোডের মাধ্যমে ২১৬ = ৬৫৫৩৬ টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। এইজন্য ইউনিকোডকে সার্ব্জনীন কোড বলা হয়েছে।
৪. কাউন্টার কি?
উত্তরঃ কাউন্টার হল এমন একটি সিকুয়েন্সিয়াল সার্কিট যাতে দেওয়া ইনপুট পালসের সংখ্যা গুণতে পারে। কাউন্টার একধরনের রেজিস্টার যা বিশেষ কাজ ব্যবহৃত হয়।
৫. “এটি মেমোরি ডিভাইসের মত আচারন করে কিন্তু মেমোরি ডিভাইস নয়”- ব্যাখ্যা কর।
উত্তরঃ কাউন্টার মেমোরি ডিভাইসের মত কাজ করলেও তা মেমোরি ডিভাইস নয় । কারণ কাউন্টার বাইনারী ধারাবাহিকতা অনুসরন করে। ৩ বিটের বাইনারী গণনার ধাপ ০০০ থেকে ১১১ গণনার পর পরবর্তিতে ০০০ ধাপে চলে আসে।
৬. সংখ্য পদ্ধতি কি?
উত্তরঃ কোন সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি লিখে প্রকাশ করার জন্য যে সকল সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন ব্যবহার করা হয়।
৭. কোড কি?
উত্তরঃ কোড হল বিশেষ বাইনারী শব্দ যা বর্ণ, অঙ্ক ও অন্যান্য চিহ্ন নির্দেশ করার জন্য ব্যবহৃত হয়। দশমিক সংখ্যা পদ্ধতির প্রতিটি প্রতীক, বর্ণ, চিহ্ন ইত্যাদিকে বিভিন্ন বিট দৈঘ্যের কোড ব্যবহার করা হয়।
৮. ৯৮৮ সংখ্যাটি কোন ধরনের সংখ্যা পদ্ধতির- ব্যাখ্যা কর।
উত্তরঃ ৯৮৮ সংখ্যাটি দশমিক ও হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির। দশমিক সংখ্যা পদ্ধতি কম্পিউটার সরাসরি গ্রহন করে না। কম্পিটারে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি বাইনারী ও হেক্সাডেসিমেল।
৯. BCD কোড কাকে বলে?
উত্তরঃ BCD এর পূর্ণরুপ Binary Coded Decimal . দশমিক সংখ্যা পদ্ধতির সংখ্যাকে বাইনারী সংখ্যায় প্রকাশের জন্য এ কোড ব্যবহার করা হয়।
১০. নন-পজিশনাল সংখ্যা পদ্ধতি বড় ধরনের সংখ্যা প্রকাশের উপযোগী নয় কেন?
উত্তরঃ নন পজিশনাল সংখ্যা পদ্ধতি একটি প্রাচীন পদ্ধতি। বর্তমানে এই সংখ্যা পদ্ধতির ব্যভার নেই বললে চলে। এ সংখ্যা পদ্ধতিতে অংকের স্থানীয় মান থেকে না। সংখ্যায় ব্যবহৃত অঙ্ক যেখানে থাকুক না কেন এদের নিজেস্ব মান দ্বারাই সংখ্যাটির মান নির্ধারণ করা হয়। রোমান পদ্ধতি হল নন-পজিশনাল সংখ্যা পদ্ধতি। যেমন 1 হলো I , 5 হলো V, 10 হল X. এজন্য নন-পজিশনাল সংখ্যা পদ্ধতি বড় ধরনের সংখ্যা প্রকাশের জন্য উপযোগী নয়।
Saturday, September 24, 2016
Friday, September 23, 2016
সংক্ষিপ্ত প্রশ্ন (৪র্থ অধ্যায়-২)
৬. HTML কী?
উত্তরঃ HTML এর পূর্নরুপ Hyper Text Markub Language । ওয়েব পেইজ তৈরিতে একটি সাধারণ এবং সবচেয়ে বহুল ব্যবহ্রত ল্যাংগুয়েজ হচ্ছে HTML।
৭. ওয়েবসাইটের সুবিধাসমূহ লেখ।
উত্তরঃ
৮. হোস্টিং কী?
উত্তরঃ ইন্টারনেটে ওয়েবের ফাইলগুলোকে কোন সার্ভারে রাখাকে হোস্টিং বলে।
০৯. ডোমাইন নেইম কি? বা ডোমাইন নেম (Domain Name) কেন ব্যবহার করা হয়? ব্যাখ্যা কর।
উত্তরঃ আইপি অ্যাড্রেস্কে সহজে ব্যবহার করা জন্য ইংরেজি অক্ষরের কোনো একটি নাম ব্যভার করা হয়। ক্যারেক্টার ফর্মে দেওয়া কম্পিউটারে এইরূপ নামই ডোমাইন নেইম।
প্রত্যেকটি ডোমাইন নেমকে DNS এর মাধ্যমে রেজিস্টার্ড বা নিবন্ধিত করতে হয়, যা একটি স্বতন্ত্র বা ইউনিক আইপি অ্যাড্রেস সংবলিত ডোমাইন নেম চিহ্নিত করে। অর্থ্যৎ ওয়েবসাইটে স্বতন্ত্র ঠিকানা তৈরি করার জন্য ডোমাইন ব্যবহার করা হয়।
১০. <img = “bird.jpg”> লাইন্টি ব্যাখ্যা কর।
উত্তরঃ ওয়েবে কোনো চিত্র বা ইমেজ ব্যবহের করতে হলে src(source) অ্যাট্রিবিউট ব্যবহের করতে হয়। উদ্দীপকে ইমেজ এর সিনট্যাক্স হলো- <img = “bird.jpg”> যেখানে bird পিকচারটি প্রদর্শিত হবে। কোনো ইমেজ নির্ধারণ করার জন্য প্রয়োজনীয় সিনট্যাক্স হল- <img = “url”>
Sunday, September 11, 2016
Tuesday, September 6, 2016
চ্যাপ্টার ৪ MCQ ১
১. HTML নামক মার্ক আপ ল্যাংগুয়েজের উপর ভিত্তি করে তৈরিকৃত ডুকুমেন্টকে কি বলে?
ক)ওয়েব খ) ওয়েব পেইজ গ) পেইজ ঘ) ওয়েব সাইট
ক)ওয়েব খ) ওয়েব পেইজ গ) পেইজ ঘ) ওয়েব সাইট
২. Hyper Text Markup Language এর সাহায্যে কি তৈরি করা যায়।
ক) URL খ) http
গ) TCP/IP ঘ) Web Page
৩. ওয়েব পেজের অ্যাড্রেস কে কি বলে?
ক)এইচটিএমএল খ) http গ) URL ঘ) TITLE
৪. প্রতিটি ওয়েব ঠিকানার শুরুতে কী থাকে?
ক) FTP খ) WWW
গ) HTTP ঘ) URL
৫. ওয়েব সাইটের লে-আউটকে কি বলে?
ক) টেম্পলেট খ) টেক্সট গ) ফরমেট ঘ) ট্যাগ
৬. html লিঙ্কের
সিনটেক্স url এর স্থলে কি দিতে হয়?
ক) পূর্ণ ঠিকানা খ) নাম গ) শব্দ ঘ) ফাইলের নাম
৭. html এর
প্রাথমিক রুপ লাভ করে কখন?
ক) ১৯৭০ খ)
১৯৯৫ গ) ১৯৮০ ঘ)১৯৯৪
৮. একটি html ডুকুমেন্টের শেষ দুটি ট্যাগ কী হবে?
ক) </body> </html>
খ) </body></end> গ) </title></html>
ঘ) <title></html>
৯. টেবিল তৈরি করার জন্য নিচের কোন ট্যাগটি দিতে হবে?
ক) <tr> খ) <table> গ) <td> ঘ) <th>
১০. নতুন উইন্ডোতে
পেইজ ওপেন করতে নিচের কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়।
ক) href খ) title
খ) name ঘ) target
Monday, September 5, 2016
চ্যাপ্টার ৪
|
MD. AMIRUL ISLAM AMIR
Computer Science & Engineering (CSE)
Jessore University Of Science & Technology (JUST)
Mob: 01722-835935
|
Sunday, September 4, 2016
সংক্ষিপ্ত প্রশ্ন (৪র্থ অধ্যায়-১)
চতুর্থ অধ্যায় এ কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশের উত্তর ঃ
১. Website Publishing কী?
১. Website Publishing কী?
উত্তরঃ কোনো ওয়েব পেইজকে ইন্টারনেটের মাধ্যমে
বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়াকে ওয়েব পাবলিশিং বলে।
২. HTML এর <head>…
</head> tag এ যে সকল tag থাকতে পারে
তার ১ টি উল্লেখ কর।
উত্তরঃ HTML এর <head> ট্যাগে Tilte, keyword, Description ইত্যাদি
থাকে । এটি ওয়েব সাইটে hide করা থাকে।
৩. হাইপার লিংক কি?
উত্তরঃ একটি ওয়েবপেজের কোনো একটি অংশের সাথে বা কোনো
পেজের সাথে অন্যান্য পেজের সংযোগ স্থাপন করাকেই হারপারলিং বলে।
৪. ওয়েব সাইট পাবলিশিং করার মাধ্যমে ব্যবসাকে আরো
যুগোপযোগী করা সম্ভাব- এর কারণ ব্যাখ্যা কর।
উত্তরঃ সাইট পাবলিশিং করার মাধ্যমে ব্যবসাকে আরো
যুগোপযোগী করা সম্ভাব। এর কারণ হলো-
ক)
বিশ্বের যেকোন জায়গা থেকে ওয়েব সাইট দেখা যায়।
খ) তথ্য
জনগনের কাছে সহজে পাঠানো যায়
গ)
প্রতিষ্ঠানের প্রচার বৃদ্ধি পায়
ঘ)
মুহুর্তের মধ্যে প্রতিষ্ঠানের তথ্য জানা যায়।
৫. ওয়েব পেজ কি?
উত্তরঃ HTML নামক মার্কআপ ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে তৈরিকৃত ডকুমেন্টগুলোকে
ওয়েব পেইজ বলে।
Subscribe to:
Comments (Atom)
















